Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ উত্তোলনের সঠিক নিয়মাবলি ও প্রশ্নউত্তর

মূল সনদ উত্তোলনের জন্য প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে একটি প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সব ডকুমেন্ট পিডিএফ আকারে আপলোড করতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই করবে। যাচাই শেষে সনদ ইস্যু করা হবে এবং ভিসি স্যারের স্বাক্ষরের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস (কাউন্টার) থেকে সনদ সংগ্রহ করা যাবে।

▪️অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন পত্র
▪️
রেজিস্ট্রেশন কার্ড
▪️এডমিট কার্ড
▪️প্রভিশনাল সনদ
▪️মার্কশীট

নোট: মূল সনদ উত্তোলনের জন্য প্রভিশনাল সনদের মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

সাধারণত সঠিক ভাবে আবেদন করার পর National University এর Original Certificate প্রস্তুত হতে প্রায় ২৫–৩০ কার্যদিবস সময় লাগে। বিভিন্ন কারণে এই সময় কম–বেশি হতে পারে, কারণ NU Original Certificate প্রসেসিং প্রতিটি কোর্সভেদে ভিন্ন হয়ে থাকে। দ্রুত প্রয়োজন হলে প্রসেস জানতে আমাদের সহায়তা নিতে পারেন।

(নোট: মূল সনদে ভিসি স্যারের স্বাক্ষর প্রয়োজন হয়, ভিসি স্যার নিয়মিত না থাকলে সময় বেশি লাগতে পারে) 

Nu Original Certificate উত্তোলনের সরকারি ফি বর্তমানে ৬০০ টাকা। আপনি চাইলে নিজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দিতে পারবেন। সঠিকভাবে ফি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল Transaction হলে টাকা ও NU Original Certificate Application বাতিল হতে পারে। প্রয়োজনে আপনি আমাদের কাছ থেকে সঠিক প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ নিতে পারেন।

মূল সনদ উত্তোলনের জন্য Provisional Certificate এর মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এটি না থাকলে NU মূল সনদ উত্তোলনের আবেদন গ্রহনযোগ্য নয়। প্রথমে আপনাকে প্রভিশনাল সনদ উত্তোলন করতে হবে। তবে বিশেষ প্রয়োজনে আমাদের সহায়তা নিতে পারেন।

মূল সনদ উত্তোলনের আবেদন করার জন্য Registration Card ও Admit Card অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যেকোনো একটি হারালে NU Certificate Issue হবে না। অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আবেদন করতে হবে। বিশেষ প্রয়োজনে আমাদের সহায়তা নিতে পারেন।

NU Original Certificate উত্তোলনের জন্য Principal Recommendation বাধ্যতামূলক। দূরে থাকার কারণে অনেকের জন্য সরাসরি গিয়ে সুপারিশ নেওয়া কঠিন হয়। এ ক্ষেত্রে কীভাবে আবেদন তৈরি করবেন এবং অধ্যক্ষের সুপারিশ ছাড়া আবেদন করা যায় কিনা—এসব বিষয়ে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

হ্যাঁ, আপনি বিদেশে থাকলেও National University এর Original Certificate উত্তোলন সম্ভব। সাধারণত সঠিক ভাবে আবেদন করার পর মূল সনদ প্রস্তুত হলে কোন রিলেটিভকে অথরাইজড লেটারের মাধ্যমে ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলে সে উত্তোলন করতে পারবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও প্রয়োজনমতো সহায়তা নিতে যোগাযোগ করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Main Certificate এর নমুনা দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

সহায়তা পেতে যোগাযোগ করুন

NU Certificate Transcript, Contact Number

সরাসরি কল দিয়ে কথা বলতে

আমাদের কাস্টমার ফিডব্যাক