NU Certificate Correction–National University Bangladesh
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট বা সার্টিফিকেট এর নাম সংশোধন সম্পর্কে সকল প্রশ্নের উত্তর
কিভাবে NU Certificate Correction প্রক্রিয়া শুরু করবো?
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডকুমেন্ট এর ভুল সংশোধন করা অনেক কঠিন ও জটিল কাজ। এই সংশোধন একবারে হয় না ধাপে ধাপে করতে হয়। আপনাকে প্রতিটি ধাপে একটি করে ডকুমেন্ট সংশোধন করতে হবে প্রতিবার অনলাইনে আবেদন করে সরকারি ফি জমা দিতে হবে। তবে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ডকুমেন্ট সংশোধন করতে হলে আপনাকে প্রথমে SSC & HSC সর্টিফিকেট সংশোধন করতে হবে।
সার্টিফিকেট সংশোধন বা নাম সংশোধনের জন্য কি কি প্রয়োজন?
জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অধ্যেক্ষের সুপারিশ সহ আবদেনপত্র
রেজিস্ট্রেশন কার্ড
এডমিট কার্ড
সাটিফিকেট
মার্কশীট
সঠিক HSC & SSC সনদ
বোর্ড কারেকশন লেটার
সঠিক জাতীয় পরিচয়পত্র
১ কপি পাসপোর্ট সাইজের ছবি
আমি রানিং স্টুডেন্ট নাম সংশোধনের প্রসেস কি?
যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমন্টে এর নাম সংশোধন ধাপে ধাপে করতে হয় তাই আপনি রানিং স্টুডেন্ট হলে আপনার প্রথমে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে, তারপর আপনি যে বর্ষে অধ্যয়নরত আছেন সে বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে, যদি কোন বর্ষের পরিক্ষা দিয়ে থাকেন তাহলে রেজাল্ট প্যানেল ও স্টুডেন্ট প্যানেল সংশোধন করতে হবে। তাহলেই আপনার সাটিফিকেট ও মার্কশীট সংশোধন হয়ে আসবে।
রেজাল্ট প্যানেল ও স্টুডেন্ট প্যানেল কি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্যানেল এবং রেজাল্ট প্যানেল দুটি আলাদা এবং দুটির গুরুত্বও আলাদা:
◾ স্টুডেন্ট প্যানেল:
– ভর্তি, রেজিস্ট্রেশন, ফর্ম ফিলআপ, কোর্স এনরোলমেন্ট, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট আবেদনসহ শিক্ষার্থীর সব একাডেমিক তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
– এখানে দেওয়া তথ্য যেমন নাম, বাবার নাম, জন্মতারিখ, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি সঠিক থাকতে হবে, কারণ এসব তথ্য সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টে ব্যবহার হয়।
◾রেজাল্ট প্যানেল:
– শুধু পরীক্ষার ফলাফল, বিষয়ভিত্তিক নম্বর ও মার্কশীট দেখার জন্য ব্যবহার হয়। বা যেখানে রেজাল্ট চেক করলে দেখা যায়।
– এখানে কোনো ভুল থাকলে সেটা স্টুডেন্ট প্যানেলের তথ্যের সাথে মিলিয়ে দেখা উচিত। এখানে দেওয়া তথ্য যেমন নাম, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি সঠিক থাকতে হবে, কারণ এসব তথ্যের উপর ভিত্তি করে আপনার সাটিফিকেট ও মার্কশীট তৈরি হয়।
সরাসরি NU Certificate Correction ও Marksheet সংশোধন করতে চাই।
সরাসরি সাটিফিকেট বা মার্কশীট সংশোধন করা যায় না, নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য সংশোধন ধাপে ধাপে করতে হয়।
1️⃣ প্রথমে Registration Card সংশোধন করতে হবে। কারণ – রেজি কার্ডের তথ্যের ওপরই Admit, Certificate, Marksheet, Online Data সব নির্ভর করে।
রেজি কার্ড ঠিক হলে সংশোধিত রেজিঃ কপি যুক্ত করে Admit Card সংশোধন করতে হবে।
তারপর রেজিঃ এডমিট এর সংশোধিত কপি যুক্ত করে Certificate ও Marksheet সংশোধন করতে হবে।
এগুলো শেষ হলে সবগুলোর সংশোধিত কপি যুক্ত করে Result Panel ও Student Panel মানে Online Data জাতীয় বিশ্ববিদ্যলয় এসে আপডেট করতে হবে।
সুতরাং এটি একটি লম্বা প্রসেস, আপনি নিজে নিজে করতে গেলে মোটামুটি ৫-৬ মাসের মত লাগতে পারে। তাছাড়া দৌড়াদৌড়ি ত আছেই। দ্রুত সংশোধন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
সংশোধনের জন্য সরকারি ফি কত টাকা জমা দিতে হয় ও কিভাবে দিতে হয়?
ডকুমেন্ট সংশোধনের জন্য সরকারি ফি বাবদ প্রতিটি অনলাইন আবেদনের ক্ষেত্রে ৭০৭/- জমা দিতে হবে, আপনি চাইলে নিজেও আপনার মোবাইলের মাধ্যমে জমা দিতে পারবেন, আপনি না পারলে আমরা আপনার ফি জমা দিয়ে দিতে পারবো।
আমার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা অন্য ডকুমেন্ট হারিয়ে গেছে, কী করবো?
নিয়ম অনুযায়ী যে সকল ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন তা সংযুক্ত করে নাম সংশোধন এর আবেদন করতে হবে তা না হলে আপনার আবেদন বাতিল বা হোল্ড করা হবে। কিন্তু আমাদের সহায়তা নিলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবো।
আমি আমার কলেজ থেকে অনেক দূরে আছি, সুপারিশ নেওয়া অসম্ভব কি করবো?
নির্ধারিত ফরমে অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন পত্র জমা দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে।আপনি চাইলে আমাদের মাধ্যমে কলেজ সুপারিশসহ পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা প্রতিটি ধাপ অফিসিয়ালি সম্পন্ন করি, তাই আপনার কোনো ঝামেলা বা যাওয়া–আসার প্রয়োজন নেই।
আমি বিদেশে আছি, সেক্ষেত্রে কি আমার NU Certificate Correction করতে পারবো?
অবশ্যই। আপনি আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে পাঠিয়ে দিলেই আমরা আপনার হয়ে সকল কাজ সম্পন্ন করে, ডকুমেন্ট সংগ্রহ করে নিরাপদভাবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি।
আমি নিজে করতে পারবো নাকি আপনাদের সহায়তা নেবো?
আপনি চাইলে নিজেও করতে পারেন, কিন্তু এটি সময়সাপেক্ষ এবং একাধিক ধাপসম্পন্ন একটি প্রক্রিয়া। আমাদের অভিজ্ঞ টিম এসব কাজ প্রতিদিন করে থাকে—তাই কোনো ভুল বা দেরি ছাড়াই আপনি নিশ্চিন্তে সেবা পেতে পারেন।



