NU Transcript Collection–National University Bangladesh
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন সম্পর্কে সকল প্রশ্নের সঠিক উত্তর।
NU Transcript বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য কি কি প্রয়োজন?
▪️অধ্যেক্ষের সুপারিশ সহ আবেদনপত্র
▪️রেজিস্ট্রেশন কার্ড
▪️এডমিট কার্ড
▪️প্রভিশনাল সনদ
▪️মার্কশীট
▪️HSC সনদ
▪️১ কপি ছবি
▪️জাতীয় পরিচয়পত্র
ট্রান্সক্রিপ্ট (NU Transcript) পেতে কতদিন সময় লাগে?
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট (NU Academic Transcript) প্রস্তুত হতে ২০–৩০ কার্যদিবস সময় লাগে। কখনো কম বেশি হতে পারে সঠিক বলা অসম্ভব। তবে বিশেষ প্রয়োজনে ৩-৫ কর্মদিবসের মধ্যে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করার প্রসেস জানতে যোগাযোগ করুন।
ট্রান্সক্রিপ্ট (NU Transcript) এর জন্য কত টাকা জমা দিতে হয় ও কিভাবে দিতে হয়?
ট্রান্সক্রিপ্ট উত্তোলন এর জন্য সরকারি ফি বাবদ ৭০৭/- জমা দিতে হবে, আপনি চাইলে নিজেও আপনার মোবাইলের মাধ্যমে জমা দিতে পারবেন, আপনি না পারলে আমরা আপনার ফি জমা দিয়ে দিতে পারবো।
আমার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কী করবো?
নিয়ম অনুযায়ী (NU Transcript Collection) যে সকল ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন তা সংযুক্ত করে আবেদন করতে হবে তা না হলে আপনার আবেদন বাতিল বা হোল্ড করা হবে। কিন্তু আমাদের সহায়তা নিলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবো।
আমি আমার কলেজ থেকে অনেক দূরে আছি, সুপারিশ নেওয়া অসম্ভব কি করবো?
নির্ধারিত ফরমে অধ্যক্ষের সুপারিশ সহ আবেদন পত্র জমা দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে।আপনি চাইলে আমাদের মাধ্যমে কলেজ সুপারিশসহ পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা প্রতিটি ধাপ অফিসিয়ালি সম্পন্ন করি, তাই আপনার কোনো ঝামেলা বা যাওয়া–আসার প্রয়োজন নেই।
আমি বিদেশে আছি, সেক্ষেত্রে কি ট্রান্সক্রিপ্ট উত্তোলন সম্ভব?
অবশ্যই। আপনি আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে পাঠিয়ে দিলেই আমরা আপনার পক্ষে ট্রান্সক্রিপ্ট উত্তোলন বা সংগ্রহ করে নিরাপদভাবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাকে ত কলেজ থেকে মার্কশীট দিয়েছে ট্রান্সক্রিপ্ট কেন দরকার?
একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত একটি অফিসিয়াল নথি, যেখানে প্রতিটি বর্ষ বা সেমিস্টারের বিষয়ভিত্তিক নম্বর, গ্রেড এবং GPA বিস্তারিতভাবে উল্লেখ থাকে। এটি আপনার একাডেমিক সাফল্যের আনুষ্ঠানিক প্রমাণ, যা চাকরির আবেদন, উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য অপরিহার্য। অনেকেই মার্কশীটকে যথেষ্ট মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে ট্রান্সক্রিপ্টই আপনার একাডেমিক পারফরম্যান্সের মূল রেকর্ড।
আমি নিজে করতে পারবো নাকি আপনাদের সহায়তা নেবো?
আপনি চাইলে নিজেও করতে পারেন, কিন্তু এটি সময়সাপেক্ষ, একটু ভুল হলেও মাসের পর মাস আটকে থাকতে পারে এবং আপনার প্রদানকৃত টাকাও নস্ট হতে পারে। আমাদের অভিজ্ঞ টিম এসব কাজ প্রতিদিন করে থাকে—তাই কোনো ভুল বা দেরি ছাড়াই আপনি নিশ্চিন্তে সেবা পেতে পারেন।


