Skip to content

Apostille-Attestation Process–National University Bangladesh

জাতীয় বিশ্ববিদ্যালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে ডকুমেন্ট সত্যায়িত সম্পর্কে সকল প্রশ্নের সহজ উত্তর

Attestation: কোনো নথিকে সরকারীভাবে বৈধ করা, যা দেশের ভেতরে বা বিদেশে ব্যবহারের জন্য প্রয়োজন। এটি আপনার সনদের মূল কপির পেছনের অংশে সিল থাকবে এবং ফটোকপির সামনের অংশে। এটাকে সত্যায়িত, ভেরিফাই ইত্যাদি নামেও বলা হয়।

Apostille: আন্তর্জাতিক স্বীকৃত সত্যায়িত যা হেগ কনভেনশন সই করা দেশের মধ্যে বৈধ। এটা আপনার সনদের স্ক্যান কপিতে করতে হয়, যা শুধু অনলাইনে দেখা যায়। কাজ শেষে আপনাকে একটি সনদ দেওয়া হবে যার QR স্ক্যান করলে সত্যায়িত দেখতে পারবেন।

সহজভাবে বলা যায়:
Attestation = সাধারণ বৈধকরণ।
Apostille = আন্তর্জাতিক বৈধকরণ।

মূলত এপোস্টিল ও এট্যাস্ট্যাশন আলাদা ভাবে হয়ে থাকে। এপোস্টিল করতে ১০-১৫ দিন লাগতে পারে। এট্যাস্ট্যাশন করতে ৩-৫ দিন। তবে আমাদের সহায়তা নিলে আমরা ১ দিনেই করে দিতে পারবো। যোগযোগ করুন।

Attestation করতে চাইলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র সহ মূল কপি জমা দিতে হবে।

Apostille করতে চাইলে আপনাকে মাই গভ সাইটে একাউন্ট খুলে তথ্য ভেরিফাই করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।

উভয়ের ক্ষেত্রে আলাদা সরকারি ফি প্রযোজ্য। আমাদের সহায়তা নিলে দ্রুত সময়ে ঝামেলা ছাড়াই করে দিতে পারবো।

Attestation এর জন্য ৩০০/- প্রতি কপি অনলাইনে চালানের মাধ্যমে জমা দিতে হবে।

Apostille এর জন্য ২০০/- প্রতি কপি অনলাইনে বিকাশের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

সমস্যা নেই, আপনি আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলেই আমরা আপনার পক্ষে সত্যায়িত করে সনদ সংগ্রহ করে নিরাপদভাবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি।

আপনি চাইলে নিজেও করতে পারেন, কিন্তু এটি সময়সাপেক্ষ এবং একাধিক ধাপসম্পন্ন একটি প্রক্রিয়া। আমাদের অভিজ্ঞ টিম এসব কাজ প্রতিদিন করে থাকে—তাই কোনো ভুল বা দেরি ছাড়াই আপনি নিশ্চিন্তে সেবা পেতে পারেন।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

NU Certificate Transcript, Contact Number Nu Help Center

Mohammad Emon

যেকোন সমস্যার সমাধান পেতে মেসেজ করুন

NU Certificate Transcript, Contact Number

Mohammad Emon

সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন

NU Certificate Transcript, Contact Number

Live Location

আসাদের সাথে সরাসরি স্বাক্ষাত করতে চাইলে