Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে ডকুমেন্ট সত্যায়িত করার নিয়মাবলি ও প্রশ্নউত্তর

NU থেকে সার্টিফিকেট ও ট্রন্সক্রিপ্ট সত্যায়িত করতে আপনাকে পরিক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্ত সহ সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে নির্ধারিত ফি জমাদানের রশিদ সহ ডকুমেন্ট জমা দিতে হবে, তারপর কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট যাচাইপূর্বক সত্যায়িত করে দিবে।

সার্টিফিকেট এপোস্টিল করার জন্য প্রথমে আপনাকে মাইগভ ওয়েবসাইটে একাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করতে হয়, তারপর আপনার ডকুমেন্ট এর ধরণ অনুযায়ী নির্ধারিত ফরম পুরণ করে আবেদন দাখিল করতে হয়। তারপর নির্ধারিত সরকারি ফি পরিশোধ করতে হবে।

Attestation এর জন্য ৪০০/- প্রতি কপি অনলাইনে ও অফলাইনে চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে।

Apostille এর জন্য ২০০/- প্রতি কপি অনলাইনে বিকাশের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

Attestation: কোনো নথিকে সরকারীভাবে বৈধ করা, যা দেশের ভেতরে বা বিদেশে ব্যবহারের জন্য প্রয়োজন। এটি আপনার সনদের মূল কপির পেছনের অংশে সিল থাকবে এবং ফটোকপির সামনের অংশে। এটাকে সত্যায়িত, ভেরিফাই ইত্যাদি নামেও বলা হয়।

Apostille: আন্তর্জাতিক স্বীকৃত সত্যায়িত যা হেগ কনভেনশন সই করা দেশের মধ্যে বৈধ। এটা আপনার সনদের স্ক্যান কপিতে করতে হয়, যা শুধু অনলাইনে দেখা যায়। কাজ শেষে আপনাকে একটি সনদ দেওয়া হবে যার QR স্ক্যান করলে সত্যায়িত দেখতে পারবেন।

সহজভাবে বলা যায়:
Attestation = সাধারণ বৈধকরণ।
Apostille = আন্তর্জাতিক বৈধকরণ।

সাধারনত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Certificate Attestation করতে ১-২ দিন সময় লাগে, তবে এটার জন্য আপনাকে সরাসরি আসতে হবে, এসে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র ও নির্ধারিত চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে চালান কপি সহ জমা দিতে হবে।

সাধারণত আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এপোস্টিল করার জন্য আবেদন করেন তাহলে এই আবেদন প্রথমে জাতীয় বিশ্বঃ থেকে অনুমোদন দিতে হবে, তারপর শিক্ষা মন্ত্রনালয়, তারপর পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে অনুমোদন দিলে কাজ শেষ। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১০-১৫ দিনের বেশিও লাগতে পারে, যদি দ্রুত প্রয়োজন হয় আমাদের সহায়তা নিতে পারেন, আমরা সঠিক পরামর্শ দিবো।

NU থেকে সার্টিফিকেট ভেরিফাই বা সত্যায়িত করার জন্য নির্ধারাত আবেদনপত্র, যেসকল ডকুমেন্ট ভেরিফাই করবেন সেগুলোর সাদাকালো ফটোকপি, মূল কপি ভেরিফাই করতে চাইলে মূলকপির সাথে ১কপি করে ফটোকপি ও টাকা জমার রশিদসহ জমা দিতে হবে।

সমস্যা নেই, আপনি প্রয়োজনীয় কাগজপত্র কোন রিলেটিভকে দিয়ে পাঠিয়ে দিলেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত ও ভেরিফিকেশন করে দিবে। আপনি চাইলে আমাদের সহায়তাও নিতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সত্যায়িত ও এপোস্টিল করা ডকুমেন্ট এর নমুনা দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

সহায়তা পেতে যোগাযোগ করুন

NU Certificate Transcript, Contact Number

সরাসরি কল দিয়ে কথা বলতে

আমাদের কাস্টমার ফিডব্যাক