Skip to content

NU MOI Certificate Collection–National University Bangladesh

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI সনদ উত্তোলন সম্পর্কে সকল প্রশ্নের উত্তর

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI পাওয়া একটু কষ্টকর, তবে আপনি যদি নিজে আসনে আমাদের সহায়তায় ১ দিনেই করে দেওয়া সম্ভব। ১ দিনেই MOI নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

▪️কলেজের পেডে অধ্যেক্ষের সুপারিশ সহ রিকামান্ডেশন লেটার
▪️অধ্যেক্ষের সুপারিশ সহ জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন
▪️রেজিস্ট্রেশন কার্ড
▪️এডমিট কার্ড
▪️সাটিফিকেট
▪️মার্কশীট
▪️জাতীয় পরিচয়পত্র

হ্যাঁ অবশ্যই পাবেন। আপনি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং বা অন্য যেকোনো বিষয়েই পড়াশোনা করুন না কেন — যদি আপনার ক্লাস, লেকচার, এক্সাম এবং অফিসিয়াল নোটিশ ইংরেজি ভাষায় হয়ে থাকে, তাহলে আপনি MOI সার্টিফিকেট পাওয়ার যোগ্য।

MOI সনদের সরকারি ফি বাবদ ৮০৬/- জমা দিতে হবে, এটা ম্যানুয়েল কাজ তাই অনলাইনে জমা দেওয়া যায় না, নির্ধারিত চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়। আপনি না পারলে আমরা আপনার ফি জমা দিয়ে দিতে পারবো।

হ্যা দুটি একই, তার মূল্যও এক, আমরা সাধারণত এই দুটিকে আলাদা ভাবে দেখি, আসলে তা আলাদা নয়, শুধু আপনার বিষয় ভিন্নতার কারণেই দুই ধরণের MOI সনদ দেওয়া হয়, দুটি দিয়েই আপনি দেশে ও বিদেশের যেকোন কাজে ব্যবহার করতে পারবেন।

নিয়ম অনুযায়ী যে সকল ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন তা সংযুক্ত করে আবেদন করতে হবে তা না হলে আপনার আবেদন বাতিল বা হোল্ড করা হবে। কিন্তু আমাদের সহায়তা নিলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবো।

নির্ধারিত পেডে অধ্যক্ষের সুপারিশ সহ রিকমান্ডেশন লেটার ও আবেদন পত্র জমা দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে কলেজ সুপারিশসহ পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা প্রতিটি ধাপ অফিসিয়ালি সম্পন্ন করি, তাই আপনার কোনো ঝামেলা বা যাওয়া–আসার প্রয়োজন নেই।

অবশ্যই। আপনি আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে পাঠিয়ে দিলেই আমরা আপনার পক্ষে সনদ সংগ্রহ করে নিরাপদভাবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি।

আপনি চাইলে নিজেও করতে পারেন, কিন্তু এটি সময়সাপেক্ষ এবং একাধিক ধাপসম্পন্ন একটি প্রক্রিয়া। আমাদের অভিজ্ঞ টিম এসব কাজ প্রতিদিন করে থাকে—তাই কোনো ভুল বা দেরি ছাড়াই আপনি আমাদের সহায়তা নিলে ১ দিনেই পাওয়া যাবে।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

NU Certificate Transcript, Contact Number Nu Help Center
Mohammad Emon
যেকোন সমস্যার সমাধান পেতে মেসেজ করুন
NU Certificate Transcript, Contact Number
Mohammad Emon
সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন
NU Certificate Transcript, Contact Number
Live Location
আসাদের সাথে সরাসরি স্বাক্ষাত করতে চাইলে