Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI সনদ উত্তোলনের নিয়মাবলি ও প্রশ্নউত্তর

NU থেকে MOI Certificate উত্তোলনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ প্রশাসনিক ভবনের ৪র্থ তলার ৪০১ নম্বর রুমে যেতে হবে। কাগজপত্র যাচাইয়ের পর নির্ধারিত ফি জমার অনুমতি দেওয়া হবে। এরপর ওয়ান স্টপ থেকে চালান কপি সংগ্রহ করে সোনালী ব্যাংকে ফি জমা দিয়ে রশিদসহ আবার ৪০১ নম্বর রুমে জমা দিতে হবে। কর্তৃপক্ষ যাচাইপূর্বক সনদ ইস্যুর পর সংগ্রহ করা যাবে।

▪️অধ্যেক্ষের সুপারিশ সহ রিকামান্ডেশন লেটার
▪️অধ্যেক্ষের সুপারিশ সহ আবেদন
▪️রেজিস্ট্রেশন কার্ড
▪️এডমিট কার্ড
▪️সাটিফিকেট
▪️মার্কশীট

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI Certificate পাওয়া একটু কষ্টকর, তবে সঠিক ভাবে MOI Certificate Application করা হয় তাহলে দ্রুত পাওয়া যাবে। ১ দিনেই MOI সার্টিফিকেট উত্তোলনের প্রসেস জানতে আমাদের সহায়তা নিন।

MOI Certificate Application ফি বাবদ ৮০০/- জমা দিতে হবে, এটা ম্যানুয়েল কাজ তাই অনলাইনে জমা দেওয়া যায় না, নির্ধারিত চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়। আরও বিস্তারিত জানতে ও সহায়তা পেতে যোগাযোগ করুন।

Nu MOI Certificate উত্তোলন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন তার ফটোকপি সংযুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় এসে আবেদন জমা দিতে হবে। যদি কোন ডকুমেন্ট না থাকে আপনার আবেদন গ্রহণ করা হবে না। তাহলে করনিয় কি? এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সহায়তা নিন।

Nu MOI Certificate Application এর জন্য Principal Recommendation বাধ্যতামূলক। দূরে থাকার কারণে অনেকের জন্য সরাসরি গিয়ে সুপারিশ নেওয়া কঠিন হয়। এ ক্ষেত্রে কীভাবে আবেদন তৈরি করবেন এবং অধ্যক্ষের সুপারিশ ছাড়া আবেদন করা যায় কিনা—এসব বিষয়ে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

হ্যাঁ অবশ্যই পাবেন। আপনি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং বা অন্য যেকোনো বিষয়েই পড়াশোনা করুন না কেন — যদি আপনার ক্লাস, লেকচার, এক্সাম এবং অফিসিয়াল নোটিশ ইংরেজি ভাষায় হয়ে থাকে, তাহলে আপনি MOI সার্টিফিকেট পাওয়ার যোগ্য।

তবে কিছু বিষয়ে MOI সার্টিফিকেট এর পরিবর্তে পাসিং গ্রেড বা প্রত্যয়ন পত্র দেয়। যেমন: বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ডিগ্রী (পাস) কোর্স।

হ্যাঁ দুটি একই, তার মূল্যও এক, আমরা সাধারণত এই দুটিকে আলাদা ভাবে দেখি, আসলে তা আলাদা নয়, শুধু আপনার বিষয় ভিন্নতার কারণেই দুই ধরণের MOI সনদ দেওয়া হয়, দুটি দিয়েই আপনি দেশে ও বিদেশের যেকোন কাজে ব্যবহার করতে পারবেন।

আপনি বিদেশ থেকে বা দূরে ব্যাস্ততার কারণে আসতে না পারলে আপনার MOI সার্টিফিকেট উত্তোলন করার জন্য কোন রিলেটিভকে অথরাইজ্ড লেটারের মাধ্যমে ক্ষমতা প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে ধাপগুলো সম্পন্ন করলে আপনার MOI Certificate Collection করতে পারবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও আমাদের সহায়তা নিতে যোগাযোগ করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI সনদের নমুনা দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

সহায়তা পেতে যোগাযোগ করুন

NU Certificate Transcript, Contact Number

সরাসরি কল দিয়ে কথা বলতে

আমাদের কাস্টমার ফিডব্যাক